মঞ্চ ছেড়ে মিছিলে শিল্পীরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/10/2020   শেষ আপডেট: 15/10/2020 2:05 p.m.

করোনা বিপর্যয়ে বন্ধ রুজি-রোজগার

শিল্পীরা স্বচ্ছন্দ মঞ্চে মাইকের সামনে গায়কের ভূমিকায় বা বাদ্যযন্ত্র হাতে। শব্দ, আলো প্রভৃতির কলাকুশলীরাও অনুষ্ঠান জীবন্ত করতে মাথার ঘাম পায়ে ফেলেন। করোনা বিপর্যয়ে সেই মঞ্চই সরে গেছে এই মানুষগুলির জীবন থেকে অনেক দূরে। তাই হাতে দাবি ব্যানার নিয়ে মিছিলে সামিল হয়েছেন তাঁরা।

ঘটনা দুর্গাপুরের। মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতির দাবিতে সোমবার মহকুমাশাসকের দপ্তরের সামনে অবস্থান করেন শিল্পী-কলাকুশলীরা, স্মারকলিপি দেন। পরদিন বেনাচিতির পাঁচমাথার মোড় থেকে ভিড়িঙ্গি পর্যন্ত মৌনমিছিলে পথ হাঁটেন। জানালেন, গত সাত মাস রুজি-রোজগার বন্ধ। সরকার একে একে সব কিছু খুলে দিলেও দিচ্ছে না মঞ্চে অনুষ্ঠানের অনুমতি। অথচ এই উৎসবের মরসুমেই সারা বছরের উপার্জনের বড় অংশটা হাতে আসে। দেওয়ালে ঠেকে গেছে শিল্পীদের পিঠ। তাই পথে নামা।

মহকুমাশাসক জানিয়েছেন, সরকারি নিয়ম মেনেই যাবতীয় পদক্ষেপ করা হবে।