৩১ অগস্ট পর্যন্ত বাতিল ৫২ টি দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা
ট্রেনগুলির অধিকাংশ হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছাড়ে
সামনেই দুর্গাপুজো। উৎসবে ভরপুর অক্টোবর।পুজোর আগে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের জন্য ট্রেনের উপর নির্ভর করেন সাধারণ যাত্রীরা। তবে এর মাঝেই বাতিল হল ৫২ টি দূরপাল্লার ট্রেন। রেল সূত্রে খবর, ২১ থেকে ৩১ অগস্ট পর্যন্ত দক্ষিণ-পূর্ব ও মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে বাতিল থাকবে বেশ কয়েকটি ট্রেন। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের বিলাসপুর ডিভিশনে রায়গড়-ঝাড়সুগুদা শাখায় ইন্টারলকিংয়ের (Interlocking) কাজ চলার জন্যই বন্ধ রাখা হচ্ছে মোট ৫২ টি দূরপাল্লার ট্রেন।
বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে সাপ্তাহিক ও দ্বি-সাপ্তাহিক ট্রেন। ট্রেনগুলির অধিকাংশ হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছাড়ে। তবে ১০ দিন সেই সব চলবে না। পয়লা সেপ্টেম্বর থেকে আবার আগের মতোই চলবে সমস্ত ট্রেন।
দেখে নিন বাতিল ট্রেনের তালিকা :
● সাঁতরাগাছি-পূর্বাঞ্চল এক্সপ্রেস-সহ বহু ট্রেন ● হাওড়া-আহমেদাবাদ ● শালিমার-এলটিটি ● হাওড়া-সাঁইনগর ● সাঁতরাগাছি-নান্দেড় ● শালিমার-ওখা ● শালিমার-পোরবন্দর ● সাঁতরাগাছি-পুণে ● হাওড়া-মুম্বই ● হাওড়া-পুণে