অরুণ জেটলির মুর্তি উন্মোচনে একমঞ্চে অমিত শাহ-সৌরভ গাঙ্গুলি
কী বলছে রাজনৈতিক মহল?
অরুণ জেটলির ৬৮ তম জন্মদিনে দিল্লির ডিডিসিএ তে পনেরো লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জেটলির মূর্তি উন্মোচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একমঞ্চে হাজির থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। গতকাল রাজ্যপালের সাথে রাজভবনে একটি বৈঠক করেন সৌরভ এবং ইডেনে আমন্ত্রণও জানান। কাল ও আজকের এই দুয়ের মিশেলে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দিল্লির ওই মূর্তি উন্মোচনের মঞ্চে শাহ ছাড়াও উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ও প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগও। আগের দিনের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সাথে বৈঠককেও 'সৌজন্য সাক্ষাৎ' বলে দাবি করেন সৌরভ আর এদিও দিল্লি রওয়ানাকালে সাংবাদিকদের মুখোমুখি হওয়ায় বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হওয়ার কিছু নেই এবং পাল্টা প্রশ্ন করেন "কারও সাথে দেখা করতে যেতে পারিনা?" সৌরভের বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্নে দিলীপ ঘোষ জানান তাঁর মতো সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত কারণ বাংলার রাজনৈতিক অবস্থা শোচনীয়।