রাজ্য বিজেপির কোন্দল প্রকাশ্যে - যুব মোর্চার সভাপতির পদ ছাড়ছেন সৌমিত্র খাঁ, আবার ফিরেও এলেন!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/10/2020   শেষ আপডেট: 24/10/2020 6:35 p.m.
দিলীপ ঘোষ ধনিয়াখালী (হুগলি জিলা) র এক জনসভায় - twitter@DilipGhoshBJP

অষ্টমীর সকালেই হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গেলেন সৌমিত্র - আবার নিজেই ফিরে এলেন

গতকাল অর্থাৎ সপ্তমীর দিন রাজ্য বিজেপির যুব মোর্চার জেলা কমিটিগুলো ভেঙে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিতর্ক তৈরি হয় সেখানেই। বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ দাবি করেন তাঁর অজ্ঞাতেই সবটা করেছেন দিলীপ ঘোষ।

কালকের এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই, আজ সকাল ৯ টা নাগাদ বিজেপির যুব মোর্চার পদাধিকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ "বিজেওআইএম ওয়েস্টবেঙ্গল অফিসিয়াল" থেকে একটি মেসেজ করে বেরিয়ে যান সৌমিত্র খাঁ। লেখেন, ‘শুভ মহাষ্টমী। সকলে ভাল থাকবেন। আপনাদের খুবই সহযোগিতা পেয়েছি। আমি চাই বিজেপিকে সরকারে আনতেই হবে। তাই হয়ত আমার অনেক ভুল ছিল যাতে দলের ক্ষতি হচ্ছিল। তাই আমি ইস্তফা দেব আর সকলে ভাল থাকবেন। যুব মোর্চা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ’।

এই ঘটনায় সৌমিত্রর পাশে পাওয়া যায়নি খুব বেশি কাউকে। যদিও তাঁর রাজনৈতিক উদাসীনতা নিয়ে ইতিমধ্যেই মন্তব্য করেছেন শঙ্কুদেব পাণ্ডা সহ অনেকেই।

ইস্তফা ঘোষণা করার কিছুক্ষন পরেই হোয়াটস্যাপ গ্রুপ এ ফেরেন তিনি। লেখেন "তোমাদের ছেড়ে থাকা সম্ভব নয় তাই ফিরে এলাম।"