সামাজিক দূরত্ব বজায় রাখতে বাঁশের ব্যারিকেড দেওয়া হল মন্দির চত্বরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/06/2020   শেষ আপডেট: 31/07/2020 4:57 a.m.
তারাপীঠ মন্দির By Pinakpani - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=57874383

তারাপীঠ মন্দিরে সামাজিক দূরত্ব রাখতে ব্যারিকেডস

করোনা পরিস্থিতির কারণে তিন মাস পর মঙ্গলবার তারাপীঠ মন্দির দর্শনার্থীদের জন্য খোলা হয়। কিন্তু দর্শনার্থীদের মধ্যে সামাজিক দূরত্ববীধি ছিলনা।

সেইজন্য মন্দিরের গর্ভগৃহের সামনের চাতালে দর্শনার্থীদের লাইন ঠিক করার জন্য বাঁশের ব্যারিকেড বাঁধল মন্দির কমিটি। ভিড় সামলাতে বুধবার সকালে এই ব্যবস্থাটি গ্রহণ করে মন্দির কমিটি।