সেফটিপিন দিয়ে সিনিয়ররা নাম লিখল নাবালিকার হাতে, নৃশংস ঘটনা লিলুয়ার সরকারি হোমে
অষ্টম শ্রেণীর নাবালিকার হাতে হোমের সিনিয়ররা সেফটিপিন দিয়ে নিজেদের নাম খোদাই করেছে
ফের সরকারি হোমে নাবালিকার ওপর মানসিক অত্যাচারের খবর শিরোনামে এল। এবার ঘটনাটি লিলুয়ার এক সরকারি হোমের। সেখানে চুঁচুড়ার এক নাবালিকাকে শারীরিক ও মানসিক অত্যাচার করার ঘটনার খবর অবাক করে দিয়েছে সবাইকে। সেই নাবালিকার গোটা হাতে সেফটিপিন দিয়ে ক্ষত করে সিনিয়রদের নাম লেখা হয়েছিল। আর সেই সেপটিপিন ক্ষততে এখন দগদগে ঘা হয়ে গিয়েছে নাবালিকার। তার হাতে তার হোমের সিনিয়ররা সেফটিপিন দিয়ে নিজেদের নাম খোদাই করেছিল। বর্তমানে সেই নাবালিকাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
ঘটনাটি সূত্রপাত আগামী ১৫ ডিসেম্বর। মা-বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল অষ্টম শ্রেণীর সেই নাবালিকা। সে চুঁচুড়া স্টেশনের কাছে বিদ্যাভবনের ছাত্রী। সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ১৬ ডিসেম্বর হাওড়া থানার জিআরপি তাকে উদ্ধার করে লিলুয়া হোমে পাঠায়। তারপর ১৭ জানুয়ারি তার বাড়ি থেকে হোমে খোঁজ নেওয়া হয় এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হয় ৪ জানুয়ারি। আর তার মধ্যেই হোমে সিনিয়ররা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। ঘটনাটির জবাব চেয়ে চুঁচুড়া মহকুমা সদর দপ্তরে ইতিমধ্যেই যোগাযোগ করেছে নাবালিকার পরিবার।