যুবসমাজের আক্রোশের বহিঃপ্রকাশ হবে 'যুব আক্রোশ অভিযান', ঘোষণা সৌমিত্র খাঁ এর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/02/2021   শেষ আপডেট: 11/02/2021 3:09 p.m.
বিজেপি নেতা সৌমিত্র খাঁ। -facebook

পশ্চিমবঙ্গের সবকটি বিধানসভা কেন্দ্রে তারা শুরু করতে চলেছে বাইক অভিযান

ভোট প্রচারে এবার নতুন কর্মসূচি গ্রহণ করল বঙ্গ বিজেপি। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এবারের রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা একাধিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে ২০২১ বিধানসভা ভোট কে সামনে রেখে। এবারে পশ্চিমবঙ্গের সবকটি বিধানসভা কেন্দ্রে তারা শুরু করতে চলেছে বাইক অভিযান। বিজেপির তরফ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'যুব আক্রোশ অভিযান'। এই নতুন কর্মসূচি কিভাবে কাজ করবে তা ঠিক করতে বুধবার দিল্লি উড়ে গেলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। পাশাপাশি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য এবং বিজেপি নেতা বিএল সন্তোষের সঙ্গে তার বৈঠক করার কথা।

সৌমিত্র খাঁ বলেছেন, "গত ১০ বছর ধরে রাজ্যের যুবসমাজের প্রতি অন্যায় করেছে তৃণমূল সরকার। বর্তমানে রাজ্যে শিক্ষিত যুবক যুবতীরা কোন চাকরি পাচ্ছে না। টেট পরীক্ষার ৬ বছর পরে তার রেজাল্ট বেরোচ্ছে। সবকিছুতে দুর্নীতি চলছে। বনদপ্তর, সেচ দপ্তরে দুর্নীতি হয়েছে। ভালো মানুষকে কাজ করতে দেবার সুযোগ দেওয়া হচ্ছে না। বাংলার যুব সমাজ কোন নিয়োগের সুযোগ পাচ্ছে না। আর এই বিষয়টির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব আক্রোশ অভিযান কর্মসূচি শুরু করতে চলেছে।"

তবে 'আক্রোশ' এই শব্দ টা কেন ব্যবহার করা হয়েছে? এই প্রশ্নের উত্তরে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেছেন, "এতদিনে তৃণমূল কংগ্রেসের প্রতি ঘৃণা এবং আক্রোশ তৈরি হয়েছে বাংলার যুব সমাজের। আর এই আক্রোশের বহিঃপ্রকাশ হতে চলেছে এই কর্মসূচিতে।" যদিও বিজেপির এই যুব আক্রোশ অভিযান কে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। কুনালের অভিযোগ, আক্রোশ শব্দটা একটা প্ররোচনামূলক শব্দ। আসলে সৌমিত্র খাঁ এর আক্রোশ রয়েছে দিলীপ ঘোষের উপর। সৌমিত্র খাঁ যখনই কোনো কর্মসূচি গ্রহণ করে দিলীপ ঘোষ তা বাতিল করে দেন। আর যুব মোর্চার আক্রোশ মাদার বিজেপির উপর। পাশাপাশি এদিন কুনাল ঘোষ সৌমিত্র খাঁ কে ব্যক্তিগত আক্রমণ করেছেন। সৌমিত্র খাঁ এর উদ্দেশ্যে তার প্রশ্ন, "যার স্ত্রী একটা রাজনৈতিক দল বদল করে ডিভোর্সের নোটিশ পাঠায়, সে অন্যের আক্রোশের কথা কি বলছে?"