সম্বর হরিণ ‘শিকার’ করে রান্না! বনদপ্তর এর জালে দুই শিকারি
উদ্ধার হয়েছে রান্না করা-সহ হরিণের ১১ কেজি কাঁচা মাংস
সম্বর হরিণ (Sambar deer) ‘শিকার’ করে রান্না করার অভিযোগে দুই শিকারীকে আটক করল গরুমারা নর্থ রেঞ্জের বনদপ্তর। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার নর্থ ইংডং এলাকা থেকে আটক করা হয়েছে তাদের। অভিযুক্তদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে রান্না করা-সহ ১১ কেজি কাঁচা মাংস।
জানা গিয়েছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে বুধবার দুপুরে মালবাজার মহকুমার নর্থ ইংডং এলাকার একটি বাড়িতে হানা দেয় বনদপ্তরের আধিকারিকরা। বনদপ্তরের দলে ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখতে পান, সেখানে রান্না হচ্ছে হরিণের মাংস। সেই সাথে বেশ অনেকটা পরিমাণ কাঁচা মাংসও দেখতে পান তাঁরা।
এরপরেই মাংস-সহ দুই অভিযুক্তকে আটক করেন বনকর্মী-আধিকারিকরা। তাদের নিয়ে যাওয়া হয় গরুমারা নর্থ রেঞ্জে। এ বিষয়ে গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার সুদ্বীপ দে জানিয়েছেন, সম্ভবত ওই মাংস সম্বর হরিণের। মোট ১১ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বনদপ্তর এর চোখ এড়িয়ে কিভাবে এমন শিকার, তাই ভাবাচ্ছে বনকর্মীদের।