আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি! রেকর্ড বৃদ্ধি আলু, ভোজ্য তেলের, দাম বাড়ল নুনেরও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/05/2022   শেষ আপডেট: 11/05/2022 9:22 a.m.
-

গত দশ বছরে রেকর্ড মূল্যবৃদ্ধি, আমজনতার নাভিশ্বাস অবস্থা

বর্তমানে সাধারণ মানুষের টিটকিরি, ব্যাগ ভর্তি টাকা নিয়ে যান, বাজার আনুন ছোট্ট থলেতে। কথাটা শুনে হতে পারে হাসির উদ্রেক, কিন্তু এটাই বাস্তব। গত দশ বছরে জিনিসপত্রের দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। যা নজিরবিহীন তো বটেই। সর্ষে তেল তো আছেই, সেই সঙ্গে রেকর্ড দামবৃদ্ধি আলু, দুধ, আটা, এমনকী নুনও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গত দশ বছরে নুনের দাম এক ধাক্কায় এতটা বাড়েনি।

প্রতীকী ছবি

বাজারে আলুর দাম আচমকাই আকাশছোঁয়া। কেবল আলু কেন, দাম বেড়েছে সমস্ত ভোজ্য তেলের। বাদাম, পাম, সয়াবিন, সূর্যমুখী-সহ যাবতীয় ভোজ্য তেলের দাম ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে। একটি পরিসংখ্যান অনুযায়ী, ২২ টি অত্যন্ত প্রয়োজনীয় জরুরি পণ্যের মধ্যে ৯ টির দাম গত এপ্রিল মাসে রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ২০১২ সালের পর এই প্রথম এতটা এক ধাক্কায় দাম বাড়ল নুনের।

এমন পরিস্থিতির কারণ কী? অর্থনীতিবিদ একাংশের অভিমত ক্রমাগত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, গোটা বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক সংকট, রাশিয়া-ইউক্রেন সমস্যা সমস্ত কিছুই এই মূল্যবৃদ্ধির কারণ। একদিকে রান্নার গ্যাস ছাড়িয়েছে হাজার টাকা। অপরদিকে আকাশছোঁয়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, তাহলে প্রশ্ন সাধারণ মানুষ কী খেয়ে বাঁচবে!

গত মাসে পরপর কয়েক দিন রেকর্ড হারে বেড়েছে পেট্রোপণ্যের মূল্য। তার প্রভাব সরাসরি পড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর। লোকজন বাজারে গিয়ে দাম শুনে হাঁপিয়ে উঠেছেন। আলুর দাম বিভিন্ন বাজারে ৩০ টাকা প্রতি কিলো ছাড়িয়েছে। দিন কয়েক আগেও কিলো প্রতি ২০ টাকার মধ্যেই পাওয়া যেত। এমন পরিস্থিতির কারণ কী? সোনারপুর বাজারের এক আলু ব্যবসায়ীর বক্তব্য, মালবহনের খরচ অনেকটাই বেড়েছে। বস্তা প্রতি আলুর দাম বেড়েছে। ৩০ টাকা কিলো প্রতি না বিকোলে পোষাবে না। এখনই যদি আলুর দাম এই জায়গায় পৌঁছায় আর কিছুদিন পর কোথায় পৌঁছাবে, তা সহজেই অনুমেয়।