কালবৈশাখীর আগে শিলাবৃষ্টির দাপটে পশ্চিমবঙ্গ, জারি সতর্কতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/03/2023   শেষ আপডেট: 13/03/2023 10:04 p.m.
instagram.com/street_licious_

উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে

কালবৈশাখীর আগে শিলাবৃষ্টির দাপট পড়তে পারে পশ্চিমবঙ্গে। অন্তত এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। জারি হয়েছে সতর্কতা। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহবিদদের আশঙ্কা, ঝাড়খণ্ডের সীমানায় তৈরি হচ্ছে একটি অক্ষরেখা। যা বাংলাতেও জলীয় বাষ্প সঞ্চার করবে। আর এর ফলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির দাপট পড়তে পারে পশ্চিমবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের ১০ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।