'পরিচ্ছন্ন ট্রেন চাই' রানাঘাট-শিয়ালদহ শাখায় ট্রেনের দাবিতে অবরোধ, চরম ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/05/2022   শেষ আপডেট: 25/05/2022 11:20 a.m.
রেল অবরোধ https://www.facebook.com/santusarkar88

সকালের লালগোলা মেমু ট্রেনের বদলে সাধারণ লোকাল ট্রেন চালানোর দাবি, অবরোধে অনড় বিক্ষোভকারীরা

যাত্রীদের অভিযোগ, স্টেশনে ট্রেন পৌঁছালে দুর্গন্ধে টেকা দায়। ওঠা যায় না ট্রেনে। এই অভিযোগে বুধবার সকালে রানাঘাট স্টেশনে রেল অবরোধ করল সাধারণ যাত্রী। যার জেরে রানাঘাট-শিয়ালদহ লাইনে আপ-ডাউন ট্রেনে চরম ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা।

সূত্রের খবর, সাধারণ যাত্রীদের অভিযোগ সকালে লালগোলা থেকে যে মেমু ট্রেন আসে, তা অত্যন্ত অপরিষ্কার। ট্রেনের মধ্যে নোংরা-আবর্জনায় ভর্তি। যাত্রীদের অভিযোগ, ওই ট্রেন রেল দফতরের তরফে পরিষ্কার করা হয় না। যার জেরে দুর্গন্ধে ট্রেনে ওঠা যায় না। যাত্রীদের দাবি, ওই সময়ে মেমু ট্রেনের বদলে সাধারণ লোকাল ট্রেন চালাতে হবে।

এদিন সকাল সকাল রেল অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, রেল দফতর উপযুক্ত পদক্ষেপ না গ্রহণ করলে এই অবরোধ তুলতে নারাজ বিক্ষোভকারীরা। রানাঘাট-শিয়ালদহ লাইনে আপ-ডাউনে আটকে পড়ে অসংখ্য ট্রেন। সপ্তাহের মাঝে কাজের দিনে এমন ঘটনায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা।