বনধের সমর্থনে হুগলি স্টেশনে রেল অবরোধ বিজেপির, কলকাতায় স্বাভাবিক যান চলাচল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/02/2022   শেষ আপডেট: 28/02/2022 9:02 a.m.
twitter.com/Priyankabjym/

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বিজেপির ১২ ঘন্টার বাংলা বনধ, পথে নামছে তৃণমূল

পুরভোটে (Municipality Election) সন্ত্রাসের অভিযোগে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি (BJP)। গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে নির্বাচনী সন্ত্রাসের নানা চিত্র প্রকাশ্যে এসেছে। কোথাও ছাপ্পা, কোথাও ভুয়ো ভোটার, আবার কোথাও বিরোধী এজেন্টদের বসতে না দেওয়া, এমনকী বিরোধী প্রার্থী, এজেন্টদের মারধরের ভুরি ভুরি চিত্র প্রকাশ্যে এসেছে। তাছাড়া কয়েকটি সংবাদমাধ্যমের কর্মীও আক্রান্ত হয়েছেন। বিজেপির দাবি, ভোটের নামে প্রহসন হয়েছে। আর তার প্রতিবাদে বিজেপির ১২ ঘন্টার বাংলা বনধ।

বনধের সমর্থনে হুগলিতে (Hoogly) রেল অবরোধ করল বিজেপি। সকাল ৭ টা নাগাদ আপ ব্যান্ডেল লোকাল ঢোকার সঙ্গে সঙ্গেই রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন বিজেপি সমর্থকরা। বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। সমস্যায় পড়েছেন অসংখ্য মানুষ। তবে এখনও পর্যন্ত প্রভাব পড়ে হাওড়া কিংবা শিয়ালদহ রেল স্টেশনে। সকাল থেকে স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল করছে।

বনধের আংশিক প্রভাব পড়েছে উত্তরবঙ্গের কোচবিহার শহরে। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় সরকারি বাসের দেখা মিললেও নেই বেসরকারি বাস। কয়েকটি জায়গায় বিজেপি কর্মীদের সরকারি বাস আটকাতেও দেখা গেছে। তবে বনধের প্রভাব সাধারণ মানুষের উপর কতটা পড়ল, তা বোঝা যাবে আরও কিছুটা সময় অতিক্রান্ত হলে।

শহর কলকাতায় বনধের তেমন প্রভাব নেই, সূত্রের খবর। স্বাভাবিক নিয়মেই চলছে মেট্রো পরিষেবা। সকাল থেকেই অফিস যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। রাস্তায় চলছে বাড়তি সরকারি বাস। বনধের বিপক্ষে রাজ্য সরকার। বনধ ব্যর্থ করতে গতকাল নবান্নের তরফে জারি হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে একাধিক জায়গায় আছে বিজেপির বেশ কয়েকটি কর্মসূচি। সেদিকেও নজর থাকবে ওয়াকিবহাল মহলের।