শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্বত্যাগ ঘিরে তিন ভাগ পূর্ব মেদিনীপুরের তৃণমূল শিবির
পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রবল আগ্রহ রাজনৈতিক মহলে
শুভেন্দু অধিকারী এরপর কী পদক্ষেপ নেন, তা নিয়ে স্বভাবতই দমবন্ধ অপেক্ষা রয়েছে রাজ্যের বিরোধী মহলে৷ পূর্ব মেদিনীপুরের তৃণমূল শিবিরও প্রবল উদ্বেগ নিয়ে তাকিয়ে রয়েছে সেদিকে৷ এমনকি শুভেন্দুবাবু মন্ত্রীত্ব ছাড়ার পর জেলার দলীয় শিবির প্রায় ভাগ হয়ে গেছে তিনভাগে৷
মন্ত্রীত্ব ছেড়েছেন ঠিকই, কিন্তু শুভেন্দুবাবু এখনও বিধায়ক পদ কিংবা তৃণমূলের সদস্যপদ ছাড়েননি৷ ফলে আগামী দিনে তিনি কোন পথে চলবেন, তা নিয়ে ধন্ধে পড়েছেন জেলার তৃণমূল কর্মীরা৷ একটি ভাগে রয়েছেন শুভেন্দু অধিকারীর একান্ত অনুগত কর্মীরা৷ ‘দাদা’ যে পথে চলবেন, সেই পথেই হাঁটবেন তাঁরা৷ এমনকি শুভেন্দুবাবু দল বদল করলে, তাঁরাও তা করতে রাজি৷ হলদিয়া বিধানসভার বেশ কয়েকজন জেলা পরিষদ সদস্য রয়েছেন এই দলে৷
এর ঠিক বিপরীত অবস্থানে রয়েছে শুভেন্দু–বিরোধী শিবির৷ মন্ত্রীত্ব থেকে শুভেন্দুর পদত্যাগে খুশি তাঁরা৷ চাইছেন দল থেকেও যেন তিনি বেরিয়ে যান৷ এই শিবিরের অন্যতম মুখ নন্দীগ্রাম আন্দোলনের এক নেতা শেখ সুফিয়ান, রামনগরের বিধায়ক অখিল গিরি প্রমুখ৷
তৃতীয় ও শেষ ভাগে রয়েছেন যাঁরা, তাঁরাও শুভেন্দু অধিকারীর অনুগত, তবে তাঁদের আনুগত্যের মধ্যে মিশে আছে ভবিষ্যতের হিসেব৷ মন্ত্রীত্ব ছাড়ার পর শুভেন্দুবাবু কী পদক্ষেপ নেন, সেদিকে যেমন নজর রেখেছেন তাঁরা, তেমনই তৃণমূল রাজ্য নেতৃত্ব তাঁর বিষয়ে কী সিদ্ধান্ত নেন, সেটাও তাঁরা গুরুত্ব দিয়ে দেখছেন৷ এই ভাগটিতে রয়েছেন নন্দীগ্রাম আন্দোলনের আরেক নেতা আবু তাহের৷ দু’দিক খতিয়ে দেখেই নিজেদের অবস্থান সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তাঁরা৷
এই অবস্থায় শুভেন্দু অধিকারী ও তৃণমূল নেতৃত্ব– কার পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকে প্রবল আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল৷