ভোটের আগেই দক্ষ নেতাকে অপসারণের জের, বিক্ষোভ বিজেপির হেস্টিংস কার্যালয়ের সামনে
বিক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়
ফের সক্রিয় বিজেপির গোষ্ঠী কোন্দল, দীর্ঘদিনের সক্রিয় দলীয় নেতাকে পদ থেকে অপসারণের প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়ল বিজেপির হেস্টিংস কার্যালয়ের সামনে। রবিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা শুভঙ্কর দত্ত মজুমদার। অভিযোগ, বিজেপির একাধিক সাংগঠনিক জেলার দায়িত্ব সামলালেও, হঠাৎই তাঁকে পদ থেকে সরিয়ে সাধারণ কর্মী হিসেবে নিয়োগ করা হয়। পদ থেকে অপসারণের প্রতিবাদে বিক্ষোভ দেখান অনুগামীরাও। এমনকি এই বিক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন দলীয় কর্মীরা। তাঁদের দাবি, শুভঙ্কর দত্ত মজুমদারের মতো নেতারা দলের জন্য উপযুক্ত। তাঁর নেতৃত্বে সংগঠন অনেক মজবুত হয়ে উঠেছে। তাই একুশের ভোটের আগে তাঁকে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত দলের সাধারণ কর্মীরা কিছুতেই সহজভাবে মেনে নিতে পারছেন না। তাই তাঁদের দাবি, আগের পদেই ফেরাতে হবে শুভঙ্কর দত্ত মজুমদারকে। তবে শেষমেশ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এ নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে বিক্ষোভের আঁচ খানিকটা কমেছে। যদিও, বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ যদিও কোনও বিরল ঘটনা নয়। প্রায় প্রতি সপ্তাহেই কোনও না কোনও কারণে দলীয় দফতরের সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি কর্মীদের।