জালালখালিতে অবরোধের জেরে স্তব্ধ কৃষ্ণনগর-শিয়ালদহ ট্রেন চলাচল
সমস্ত লোকাল ট্রেনের জন্য স্টপেজ হোক এই হল্ট স্টেশন : দাবি বিক্ষোভকারীদের
ব্যস্ত সময়ে রেল অবরোধের জেরে বিপাকে নিত্যযাত্রীরা। জালালখালি হল্ট স্টেশনে থামতে হবে সমস্ত লোকাল ট্রেন, আর এই দাবিতে ব্যস্ত সময়ে রেললাইনে দাড়িয়ে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দীর্ঘক্ষণ এই অবরোধের জেরে লাইনে দাঁড়িয়ে যায় পরবর্তী ট্রেনগুলি। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত জালালখালিতে চলে এই রেল রোকো অভিযান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচি আগে থেকেই নির্ধারিত ছিল। এই হল্ট স্টেশনে লোকাল ট্রেন স্টপেজের দাবি বহুদিনের। তাদের কথায়, ২০১৭ সাল থেকেই এই স্টেশন নিয়ে দাবিদাওয়া আদায়ের জন্য রব তোলেন তারা, কিন্তু কোনো সুরাহা হয়নি। অনেকেই জানান, এই স্টেশনটি হল্ট হলেও এটি দিয়ে দৈনিক বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করে। সব ট্রেন না থামায় তাই খুবই সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রীদের। এত ব্যপক সংখ্যক মানুষের সুবিধার্থে তাদের দ্বারাই কৃত আন্দোলনে এখনো কর্ণপাত করেনি রেলকর্তারা। জানা গেছে, এদিন অবশেষে সাড়ে ন'টা নাগাদ কোতোয়ালি থানায় গিয়ে রেলপুলিশ ও আন্দোলনকারীদের মাঝে কথা হয়। তাদের দাবিদাওয়া মেটানোর আশ্বাস দেন তারা। অবশেষে বিক্ষোভ উঠে গেলেও কৃষ্ণনগর থেকে শিয়ালদহগামী রেল পরিষেবা আগের অবস্থায় ফিরতে অনেক সময় লাগে।