শিক্ষিকার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল করার হুমকি প্রিন্সিপালের, জুতোপেটা করল উত্তেজিত জনতা
প্রিন্সিপালকে স্কুল ক্যাম্পাস থেকে বাইরে এনে মুখে কালি মাখিয়ে জুতোপেটা করা হয়
এবার উত্তরবঙ্গে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে স্কুলের শিক্ষিকাকে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বিন্নাগুরি এলাকাতে। অভিযোগ উঠেছে, বৌদি ভারতী বেসরকারি ইংরেজি মাধ্যম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ভাস্কর বড়ুয়া তার স্কুলের এক শিক্ষিকার ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখিয়ে নিয়মিত তাকে ব্ল্যাকমেইল করত। অবশেষে অতিষ্ঠ হয়ে ওই শিক্ষিকা তার পরিবারকে সমস্ত বিষয়টি জানায়। তারপর গোটা বিন্নাগুরি এলাকায় ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার পর উত্তেজিত জনতা স্কুলের প্রিন্সিপালকে স্কুল ক্যাম্পাস থেকে বাইরে এনে মুখে কালি মাখিয়ে জুতোপেটা করতে করতে রাস্তায় হাঁটা শুরু করে। পরে গণধোলাই দেওয়া হয় তাকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগকারী ওই শিক্ষিকা জানিয়েছেন, "বেশ অনেককাল আগে ঐ প্রিন্সিপালের সাথে তার সম্পর্ক ছিল। তখন তার অজান্তেই ওই ব্যক্তি অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও করে নেয়। তারপর বর্তমানে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয় তাকে প্রতিদিন।"এছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য রণজিৎ কুমার দে জানিয়েছেন, "এর আগেও ওই অভিযুক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছিল। তাই শিক্ষিকার ঘটনা জানার পর জনরোষের মুখে পড়তে হয়েছে তাকে।" উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। তারপর বানারহাট থানার আইসি সমীর দেওসা জানিয়েছেন, "অভিযুক্তকে আটক করা হয়েছে। দোষ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।"