"ঘরে ঘরে পুলিশ গিয়ে ফুটেজ ডিলিট করেছে", শীতলকুচি প্রসঙ্গে পাল্টা তোপ বিজেপি নেতার
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন যে পুলিশ ঘটনার রেকর্ডিং মানুষের মোবাইল থেকে ডিলিট করে দিয়েছে
একুশে বিধানসভা নির্বাচনে চতুর্থ দফা নির্বাচনের শীতলকুচি ঘটনা প্রসঙ্গ নিয়ে সরগরম রয়েছে বঙ্গ রাজনীতি। বরাবর শীতলকুচি প্রসঙ্গ নিয়ে দ্বন্দ্ব চরমে উঠছে তৃণমূল বিজেপির মধ্যে। আসলে গত শনিবার চতুর্থ দফা নির্বাচনে কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান ৪ জন সাধারণ মানুষ। তবে কেন সেই গুলি চালানো হয়েছিল বা কেন্দ্রীয় বাহিনী হঠাৎ করে কেন এত নৃশংস পদক্ষেপ নিল তা নিয়ে ব্যাপক চাপানউতোর চলছে। তবে তারইমাঝে আজ অর্থাৎ মঙ্গলবার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার অভিযোগ তুলেছেন, "সেদিন প্রত্যক্ষদর্শীরা যে ভিডিও রেকর্ড করেছিল তা রাতে গিয়ে রাজ্য পুলিশের লোকেরা সব মুছে দিয়েছে। আর এই কাজে ইন্ধন ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার নিরাপত্তার দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিংয়ের নির্দেশে এই কাজ করা হয়। আসল ঘটনাকে ঢাকার জন্যই এরকম নির্দেশ দেয়া হয়েছে বলে মনে করছে বিজেপি মহল।"
জয়প্রকাশ মজুমদার এদিন তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, "শীতলকুচিতে গ্রামের প্রচুর লোক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের ওপর চড়াও হয়েছিল। তাদের প্রত্যেকের হাতেই ছিল গ্রাম্য অস্ত্র। যারা ঘটনাটি দেখছিলেন তারা কেউ ভিডিও তোলেনি তা অবিশ্বাস্য। প্রত্যেকের হাতেই প্রায় এখন স্মার্টফোন থাকে। কেউ না কেউ সেই ভিডিওতে তুলেছিল। কিন্তু সেই ফুটেজ বাইরে আসেনি। আমাদের কাছে খবর এসেছে যে রাতে ঘরে ঘরে পুলিশ গিয়ে মোবাইল চেক করে তাদের সব রেকর্ডিং মুছে দিয়েছে। আর তার জন্যই প্রকৃত ঘটনা সামনে আসেনি।" সাথে তিনি বুথের নিকটবতী সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি করেছেন।