চোরাচালান রুখতে বাধা! দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম বিএস‌এফ কর্মী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/08/2022   শেষ আপডেট: 09/08/2022 8:19 a.m.
instagram.com/indianarmy.adgpi

তাদের গুলিতে জখম হয়েছেন হেড কনস্টেবল সতীশ কুমার

ফিন্সিডিল পাচারে বাধা দেওয়ায় বিএস‌এফ জওয়ানদের উপর হামলা চালানোর অভিযোগ। ঘটনা নদিয়ার (Nadia)। সোমবার বিকাল সাড়ে ৪টে নাগাদ নদিয়া জেলার চাপড়া থানা এলাকার সিকরা কলোনি এলাকায় সশস্ত্র পাচারকারীরা একযোগে ঘিরে ধরে জ‌ওয়ানদের। আর তারপরেই তাদের গুলিতে জখম হয়েছেন হেড কনস্টেবল সতীশ কুমার।

ঘটনাটা কি? আসলে ঐ এলাকার একটি বাড়ি থেকে হাজার দুয়েক ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ। সেগুলি বাজেয়াপ্ত করার সময়েই অন্তত জনা ২৫ পাচারকারী ঘিরে ধরে তাঁদের। এলোপাথাড়ি গুলি চালাতে থাকলে আহত হন সতীশ কুমার। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চারপাশে গ্রামবাসী থাকায় পাল্টা গুলি চালাতে পারেনি জ‌ওয়ানরা। বিএসএফ সূত্রে খবর, গুলির কিছু খোল পাওয়া গিয়েছে এলাকায়। তবে এখন‌ও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। প্রসঙ্গত, কিছুদিন আগেই কোচবিহার সীমান্তে‌ও পাচারকারীদের রুখতে গিয়ে বিপদে পড়তে হয়েছিল সীমান্ত রক্ষা বাহিনীকে।