অ্যাম্বুল্যান্সে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় মৃত্যু রোগীর, শোকের ছায়া জলপাইগুড়িতে
নিহতের পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই প্রাণ গিয়েছে কোভিড রোগীর
অক্সিজেনের (Oxygen) অভাবে অ্যাম্বুল্যান্সে মৃত্যু হল করোনা রোগীর (Covid Patient)। হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্সের মধ্যেই দেহ ফেলে রেখে পলাতক চালক। উদাসীন এবং অমানবিক এই ঘটনায় তীব্র নিন্দা জলপাইগুড়িতে। অন্যদিকে, রোগীমৃত্যুকে কেন্দ্র করে বচসা হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয়দের মধ্যে। নিহতের পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই প্রাণ গিয়েছে কোভিড রোগীর। তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব হাসপাতাল সুপারের।
সূত্রের খবর, শ্বাসকষ্ট-সহ অন্যান্য শারীরিক অসুস্থতার জন্য গত ১৯ ডিসেম্বর জলপাইগুড়ি শহরের ডাঙাপাড়ার (West Bengal News) বাসিন্দা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২০ ডিসেম্বর রোগীর করোনা ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই সময় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের অ্যাম্বুল্যান্স করেই নিয়ে যাওয়া হচ্ছিল রোগীকে।
পরিবারের দাবি, শিলিগুড়ি ঢোকার মুখে অ্যাম্বুল্যান্সে থাকা অক্সিজেন শেষ হয়ে যায়। ছটফট করতে করতে পথেই মৃত্যু হয় অনির্বাণের। এরপর অ্যাম্বুল্যান্স ফেলে পালিয়ে যান চালক। পরে অন্য অ্যাম্বুল্যান্স জোগাড় করে দেহ জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হতেই স্বাভাবিকভাবেই রোগীকে মৃত বলে ঘোষণা করা হয়।