আগেই মেয়ের চাকরি, এখন বাবার মন্ত্রীত্ব! 'আমও গেল, ছালাও গেল' বলছেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/08/2022   শেষ আপডেট: 04/08/2022 10:47 a.m.
-

পরেশ অধিকারীর মন্ত্রীত্ব খোয়ানোর পর মেখলিগঞ্জের আকাশে-বাতাসে মিশ্র প্রতিক্রিয়া

মেখলিগঞ্জের আনাচে কানাচে কান পাতলে এখন একটাই কথা, 'পাপ নিজের বাপকেও ছাড়ে না'। ভাবছেন একথার কারণ কী? নিয়োগ দুর্নীতির ফল ভোগ করছেন পরেশ অধিকারী (Paresh Adhikary)। আগেই মেয়ে অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikary) চাকরি গিয়েছিল, এবার নিজেই মন্ত্রীত্ব খোয়ালেন। ঘটনার পর এলাকার একাংশের স্পষ্ট জবাব, 'উচিত শাস্তি পেয়েছেন'।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্যাবিনেটে বেশ কয়েকজন নতুন মুখ এসেছে। তাৎপর্যপূর্ণভাবে নব্য এবং পুরাতন সৈনিকদের মিশেলে মুখ্যমন্ত্রী এক নতুন মন্ত্রীসভা গঠন করেছেন, বলছেন রাজনৈতিক মহল। সেখান থেকে বাদ গেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। লোকজন মস্করা করে বলছেন, 'আমও গেল, ছালাও গেল'। মেয়ে খোয়ালেন চাকরি, নিজের মন্ত্রীত্ব হারালেন পরেশ অধিকারী।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। নিজের মেয়েই বেআইনি পথে চাকরি পেয়েছিলেন। সেই চাকরি হাইকোর্টের নির্দেশে বাতিল হয়। সেই জায়গায় চাকরি পেয়েছেন ববিতা সরকার। এতদিন পর্যন্ত তা-ও ছিল কিছুটা মুখরক্ষা। তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসল জায়গায় কোপ দিলেন বলছেন ওয়াকিবহাল মহল। পরেশ অধিকারী খোয়ালেন নিজের মন্ত্রীত্ব। দুর্নীতির অভিযোগ উঠলেও তৃণমূল কংগ্রেসের তরফে তেমন কোন উচ্চবাচ্য দেখা যায়নি। বিরোধীদের তরফে পরেশ অধিকারীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠেছিল ঠিকই, তবে তৃণমূল কংগ্রেস প্রথমে পরেশ অধিকারীর বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নেয়নি। তবে গতকালের মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন মুখ এলেন। আর বাদ পড়লেন পরেশ অধিকারী। তারপরেই মেখলিগঞ্জের আনাচে কানাচে একটাই কথা, আগে মেয়ের চাকরি গিয়েছিল, এখন বাবার মন্ত্রীত্ব। 'উপযুক্ত শাস্তি হল' বলছেন এলাকাবাসী।