SSC-র পর এবার CSC! কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকায় পরেশ কন্যা অঙ্কিতা
কেবল কন্যা নয়, বিভিন্ন সরকারি অফিসে অন্তত ২৫ জন পরেশ ঘনিষ্ঠ সরকারি চাকুরে
দুর্নীতির শাস্তি হিসাবে কিছুদিন আগে চাকরি গিয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) মেয়ে অঙ্কিতা অধিকারীর। তবে সেইসব ইতিহাস বাদ দিয়ে এবারে কলেজের অধ্যাপনার কাজে যোগ দিতে পারেন অঙ্কিতা। গত ২৬ এপ্রিল নিউটাউনের কলেজ সার্ভিস কমিশনে (CSC) তাঁর ইন্টারভিউ ছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নানা মহলে।
কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশে চাকরি গিয়েছে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। ইতিমধ্যেই তাঁকে এর আগে পাওয়া সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী হাজিরা দিয়েছেন নিজাম প্যালেসে গিয়ে। পরেশ অধিকারীর কন্যা বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
তবে তারই মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হবার আবেদন করেছেন তিনি। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, তিনি যোগ্য হওয়ার কারণেই তাঁর নাম এই তালিকায় উঠেছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর ইন্টারভিউ নিয়ে বেশ সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন মহল সূত্রে। অনেকে আবার মনে করছেন, তিনি নাকি ইন্টারভিউ পর্যন্ত দিতে যাননি, যদিও গোটা বিষয়টি জল্পনা।
এদিকে বিজেপি নেতা অনুপম হাজরা পরেশ ঘনিষ্ঠ অত্যন্ত ২৫ জনের সরকারি চাকরির তালিকা দিয়ে এক টুইট বার্তায় বলেছেন, "উন্নয়নের জোয়ারে পরেশ বাবুর পরিবার ভেসে যাচ্ছে...তাও আপনারা বলবেন, দিদি নাকি বাংলার উন্নয়ন করতে পারেন নি !!! এটা ঠিক নয় ...তীব্র প্রতিবাদ জানাই !!!"