শেষ হল সাড়ে ৯ মাসের জেলবন্দি জীবন, মাদক মামলায় জামিন পেলেন পামেলা গোস্বামী
আজকে কলকাতা হাইকোর্টের জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে
বাংলা বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই মাদক মামলায় জড়িয়ে গিয়েছিলেন বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামী। দীর্ঘদিন বাদে আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট বিজেপি নেত্রীর জামিন মঞ্জুর করেছে। আসলে গত ১৯ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ঠিক কিছুদিন আগেই নিউ আলিপুর এলাকা থেকে ওই বিজেপি নেত্রীর গাড়ি থেকে কলকাতা পুলিশ ৭৬ গ্রাম মাদক উদ্ধার করেছিল। তাঁকে গ্রেফতারের পর নাম উঠে আসে তাঁর সঙ্গী সোমনাথ চট্টোপাধ্যায় এবং বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংয়ের। পরে পুলিশ ওই দুজনকেই গ্রেপ্তার করে। জানা গিয়েছিল, অন্য রাজ্যে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ শেষমেশ তাঁকে গ্রেপ্তার করে নিয়েছিল।
আলিপুর আদালতে তোলার সময় পামেলা চিৎকার করে বলেছিলেন, "তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে। বিজেপি নেতা রাকেশ সিংহ তাঁকে ফাঁসিয়েছে।" তারপর থেকে এতদিন জেলবন্দি অবস্থাতেই ছিলেন পামেলা। সাড়ে ৯ মাস পর আজ কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে। পামেলার সাথে আজ ছাড়া পেয়েছে সোমনাথও। হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিভাস পট্টনায়ক বলেছেন, "এই ঘটনায় নিম্ন আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তাতে কোথাও পামেলার নাম উল্লেখ করা নেই। এখনও পর্যন্তও পাওয়া তথ্য অনুযায়ী এটা স্পষ্ট নয় যে মাদক পাচার কিংবা ব্যবসার সাথে এই দুজন জড়িত ছিলেন।"
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই মাদক মামলায় জামিন পেয়ে গিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিংহ। আজ পামেলার জামিন মঞ্জুরে রাজ্যের তরফে কোনো আপত্তি জানানো হয়নি। এর আগে নিম্ন আদালতে জামিনের আবেদন মঞ্জুর না হলেও আজ হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে পামেলা গোস্বামী এবং সোমনাথ চট্টোপাধ্যায়ের।