বদলেছে শুধু রঙ! গতবছর আমফানের পর এবছর যশ সামলাবে নন্দীগ্রামের শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/05/2021   শেষ আপডেট: 24/05/2021 4:24 p.m.
-facebook

পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক শুভেন্দুর

গত বছর ঠিক মে মাসেই করোনার মাঝে আমফান তছনছ করে দিয়েছিল গ্রামের পর গ্রাম। উপড়ে পড়েছিল শয়ে শয়ে গাছ। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এবার নন্দীগ্রামের মানুষের ঘর বাঁচাতে তৎপর হয়ে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গতবছর আমফানের সময় তিনি তৃণমূলের হয়ে ঝড় মোকাবিলা করেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কারণ, বর্তমানে দল বদল করে গেরুয়া শিবিরের হয়ে মাঠে নেমেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, 'আগের অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে সবাইকে।'

এদিন 'যশ' মোকাবিলার আগাম প্রস্তুতি হিসাবে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। কী ভাবে এই ঘূর্ণিঝড় মোকাবিলা করা যায়, সেই নিয়ে আলোচনাও করেন শুভেন্দু্। এমনকি এদিনের এই বৈঠকে নন্দীগ্রামের বহু সাধারণ মানুষও উপস্থিত হন।সেকারণে এদিন সাধারণ গ্রামবাসীদের কাছে তিনি অনুরোধ করেন, যাদের কাচা বাড়ি রয়েছে, তাঁরা যেন যত দ্রুত সম্ভব এমন প্রতিবেশী যাদের পাকা বাড়ি রয়েছে, সেখানে গিয়ে থাকেন কিংবা নিকটতম সাইক্লোন সেন্টারে যাতে আশ্রয় নেন তাঁরা।