দীঘা থেকে ফেরার পথে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত বহু
ভোরের দিকে ঘন কুয়াশার জন্য দুর্ঘটনা হয়েছে বলে মনে করা হচ্ছে
ফের কুয়াশার জন্য রাজ্যে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস। এবার দীঘা থেকে ফেরার পথে পর্যটক বোঝাই বাস সরাসরি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ করে। জানা গিয়েছে, আজ বুধবার সকালে শীততাপ নিয়ন্ত্রিত একটি বাস দীঘা থেকে কলকাতা ফিরছিল। কুয়াশার কারণে বাস চালাতে প্রথম থেকে অসুবিধা হচ্ছিল চালকের। তারপর চন্ডিপুরের রসিকাচকের কাছাকাছি এলে ওই বাসচালক কুয়াশার মধ্যে সামনের একটি প্রাইভেট গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে যায়। কিন্তু ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি উল্টো দিক থেকে আসা একটি লরিতে মুখোমুখি ধাক্কা মারে। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে কার্যত দুমড়ে-মুচড়ে যায় দুটি যানবাহনের সামনের অংশ।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগায়। দুমড়ে যাওয়া বাস ও লরি থেকে যাত্রীদের বের করে আনতে একপ্রকার হিমশিম খেয়ে যায় তারা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি তারা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এখনও অব্দি ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত বহু মানুষ। সময় গেলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনার জন্য দীর্ঘক্ষন দীঘাগামী জাতীয় সড়কে যানজট থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।