রাজ্যের জন্য সুখবর!!
হয়ত এই অর্থবর্ষেই অশোকনগরে শুরু হবে তেল উত্তোলন
উত্তর ২৪ পরগণার অশোকনগরে মাটির নিচে তেলের সন্ধান আগেই পেয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি৷ এবার সেখান থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের সম্ভাবনার কথা জানালেন কেন্দ্রীয় তেলমন্ত্রী৷ বিশেষজ্ঞরা অশোকনগরে মাটির নিচে তেল থাকার সম্ভাবনার কথা জানালে সংশ্লিষ্ট ব্লকটিতে অনুসন্ধানের কাজ শুরু করে ওএনজিসি, ২০০৯ সালে৷ ২০১৪ সালে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের কাজ৷ ২০১৭–তে তা শেষ হওয়ার আগেই ওএনজিসি তেল–গ্যাসের ভাণ্ডারের নিশ্চিত অস্তিত্বের কথা জানায়৷ অয়েল ইন্ডিয়ার সঙ্গে একযোগে তেল তোলার কথাবার্তাও পাকা হয় ওএনজিসি–র৷
গতকাল মার্চেন্ট চেম্বারের এক সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ প্রশ্নের উত্তরে তিনি জানান, অশোকনগরে পাইলট প্রকল্পে তেল পাওয়ার কথা জানিয়েছে ওএনজিসি৷ হলদিয়ার শোধনাগারে নমুনা পাঠানোও হয়েছে৷ তাঁর আশা, শিগগিরই, হয়ত এই অর্থবর্ষেই ওই তেল বাণিজ্যিকভাবে তোলা সম্ভব হবে৷ মন্ত্রী বলেন, সব ঠিকঠাক চললে দেশের তেল–মানচিত্রে নতুন জায়গা নেবে পশ্চিমবঙ্গ৷ রাজ্যের অর্থনীতির চেহারা পাল্টে যাবে৷