রবীন্দ্রসদনে শ্রদ্ধা শেষে কেওড়াতলায় সম্পন্ন হল শেষকৃত্য, মহাপ্রস্থানের পথে 'ও তোতাপাখি রে' শিল্পী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/07/2022   শেষ আপডেট: 31/07/2022 8:21 p.m.
facebook.com/SujeetKOfficial

২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাকের পর থেকেই শয্যাশায়ী ছিলেন নির্মলা মিশ্র

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাত ১২টা ০৫ মিনিটে প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। সার্দান এভিনিউয়ের একটি বেসরকারি হাসপাতাল থেকে আজ সকালে বাড়িতে নিয়ে আসা হয় মৃতদেহ। সেখান থেকে 'রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি' ঘুরে মরদেহ পৌঁছায় রবীন্দ্রসদনে (Rabindra Sadan)। সেখানে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য (Demises) সম্পন্ন হ‌য়েছে।

পরিবার সূত্রে খবর, ২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাকের পর থেকেই শয্যাশায়ী ছিলেন শিল্পী। একের পর এক নানান অসুখে ভুগছিলেন তিনি। ১৯৩৮ সালের ২১ অক্টোবর রাগাশ্রয়ী শিল্পী মুরারীমোহন মিশ্রের ঘরে জন্ম হয় নির্মলা মিশ্রর। বাবার কাছেই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। প্রথাগত তালিম নেননি কখন‌ও। গানের পাশাপাশি ভাল তবলাও বাজাতে পারতেন প্রয়াত নির্মলা মিশ্র।

১৯৬০ সালে পা রাখেন সঙ্গীত জগতে। সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সুরকারের সঙ্গে কাজ করেছেন। সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাসের ‘শ্রী লোকনাথ’ ছবিতে প্রথম কাজ করেন। 'স্ত্রী', 'অভিনেত্রী', 'অনুতাপ' এর মতো কালজয়ী ছবিতে গলা মিলিয়েছেন শিল্পী। ছবির গানের পাশাপাশি তিনি গেয়েছেন অসংখ্য আধুনিক বাংলা গান। 'এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতাপাখি রে', 'বলো তো আরশি তুমি মুখটি দেখে', 'কাগজের ফুল বলে', 'সবুজ পাহাড় ডাকে' ছাড়াও একাধিক কালজয়ী গান রয়েছে নির্মলা মিশ্রর কণ্ঠে।