দিলীপ নন, খড়্গপুরের প্রার্থী হলেন নবাগত হিরন চট্টোপাধ্যায়
এই কেন্দ্র থেকেই প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোটগ্রহণ খড়গপুর (Khargpur) সদর আসনে, আর তার আগেই ওই আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি (BJP)। আর চমক দিয়ে খড়গপুর আসনের প্রার্থী হলেন অভিনেতা হিরন চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় অমিত শাহের (Amit Shah) জনসভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন একদা তৃণমূল ঘনিষ্ঠ এই অভিনেতা। তবে এই কেন্দ্র থেকেই প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে অভিনেতা হিরণকে প্রার্থী হিসেবে ঘোষণা করল গেরুয়া শিবির।
ওই আসনের প্রাক্তন বিধায়ক তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই কি টিকিট দেবেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব! এমনও শোনা যাচ্ছিল। তবে নিমিষেই তা বদলে গেল। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে দিলীপ ঘোষ বলেন, দল যা ভালো বুঝেছে তাই করেছে। তবে এতে ক্ষোভ রয়েছে দিলীপ ঘনিষ্ঠদের।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই অমিত শাহের নামখানার সভা থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন হিরণ। যদিও প্রার্থী তালিকায় তাঁর নাম থাকবে কিনা এই নিয়ে অনিশ্চয়তা ছিলই। তবে এবারে প্রার্থী তালিকায় নাম থাকতেই, মুখে হাসি হিরণের।
অন্যদিকে, বড়জোড়া কেন্দ্রে ২০১৬ সালে সিপিএমের টিকিটে জয়ী হয়েছিলেন সিপিএমের সুজিত চক্রবর্তী। কাজেই গেরুয়া শিবির এবার এই কেন্দ্রে সুপ্রীতি চট্টোপাধ্যায়ের উপরেই ভরসা রাখছে।