হাওড়ায় লোকাল ট্রেনের সিটের নীচ থেকে উদ্ধার সদ্যোজাত কন্যাসন্তান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/07/2022   শেষ আপডেট: 09/07/2022 11:20 a.m.

সিটের তলায় কীভাবে এল সদ্যোজাত?

হাওড়ায় লোকাল ট্রেনের সিটের নীচ থেকে উদ্ধার সদ্যোজাত কন্যাসন্তান। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড ট্রেনের কামরায়। সূত্রের খবর, গতকাল বিকেলে কারশেডে গাড়ি ঢুকতেই চলে পরিস্কারের কাজ। সাফাইয়ের কাজ করার সময়েই সদ্যোজাতকে দেখতে পান রেলকর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরপিএফ এবং রেলের চাইল্ড হেল্প লাইনে।

বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই শিশুকন্যাকে। চলছে চিকিৎসা। চলছে তার পরিবারের খোঁজ। হাওড়ার ডিআরএম মণীশ জৈন এক সংবাদমাধ্যমকে বলেন, "খবর পেয়ে দ্রুত শিশুর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে। তার বাবা, মায়ের খোঁজ করার চেষ্টা হচ্ছে।" সিটের তলায় কীভাবে এল সদ্যোজাত? শিশুটিকে কি তার পরিবার ফেলে রেখে গিয়েছে নাকি অন্য কোনও বিষয়, তা খতিয়ে দেখা হচ্ছে বলে আরপিএফ সূত্রে খবর।

খবর পেয়ে শিশুকন্যার উদ্ধারে আসেন রেলের চাইল্ড লাইনের কাউন্সিলর মৌলি চক্রবর্তী। তিনি বলেন, "শিশুটির এখন চিকিৎসা চলছে। সুস্থ হলে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিতে পাঠানো হবে। সেই মতো পরবর্তী পদক্ষেপ করা হবে।"