জমি বিবাদ ঘিরে চরমে বচসা, প্রতিবেশীর গায়ে ছিটিয়ে দেওয়া হল ‘গরম ভাতের ফ্যান’
ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ
জমি বিবাদ ঘিরে দুই পরিবারের অশান্তি উঠল চরমে। যার জেরে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বেলুড়ের জঙ্গি সিং গলি এলাকা। দুপক্ষের বচসার ছবি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। সেখানেই দেখা যাচ্ছে, শুধু হাতাহাতিই নয়, প্রতিবেশীদের গায়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে ফুটন্ত ভাতের ফ্যানও।
জমিকে কেন্দ্র করে দাস পরিবার এবং খারওয়ার পরিবারের মধ্যে অশান্তি চলছে বহুদিন ধরেই। দেবনাথ দাসের অভিযোগ, আইনকে পাত্তা না দিয়েই নিজেদের বাড়ি তৈরি করেছেন মনীশ কুমার খারওয়ার। এই বিষয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে বেলুড় থানায়। দুই পরিবারের আইনি মামলা গেছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। তার মাঝেই এমন এক ঘটনা।
বৃহস্পতিবারের ঘটনা নিয়ে দাস পরিবারের অভিযোগ, সেদিন সন্ধ্যায় তাঁদের পরিবারের এক সদস্য, খারওয়ার পরিবারের বাড়ির সামনে মোটরসাইকেল রাখতে যান। সেসময় তাঁকে বাইক রাখতে বাধা দেন খারওয়ার পরিবারের সদস্যরা। সেই নিয়েই বচসার উৎপত্তি। যা পরে সংঘর্ষের আকার নেয় দুই পরিবারের মধ্যে। খারওয়ার পরিবারের অভিযোগ, বচসা চলাকালীন দাস পরিবারের এক সদস্য, তাঁদের পরিবারের সদস্যদের দিকে মগে করে গরম ভাতের ফ্যান ছুঁড়ে দেন। সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে ফ্যান ছোঁড়ার সেই দৃশ্য।
এদিকে গরম ফ্যানে গুরুতর আহত হন খারওয়ার পরিবারের বেশ কিছু সদস্য। ঝলসে যান দুই মহিলা-সহ মোট চারজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলুড় থানার পুলিশ। তাঁরা সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে দাস পরিবারের এক সদস্যকে গ্রেফতার করেছে বেলুড় থানার পুলিশ।