৬ মাসের মধ্যে বাতিল করতে হবে সব পুরনো গাড়ি, সময়সীমা বেঁধে দিল পরিবেশ আদালত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/07/2022   শেষ আপডেট: 27/07/2022 7:43 a.m.
গাড়ি https://pixabay.com/

আগামী ৬ মাসের মধ্যে ১৫ বছরের পুরনো সমস্ত গাড়ি বাতিলের নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল

আগামী ছয় মাসের মধ্যে ১৫ বছরের পুরনো সমস্ত গাড়িকে বাতিল বলে ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে। বাড়াতে হবে সিএনজি এবং বিদ্যুৎ চালিত গাড়ির সংখ্যা। মঙ্গলবার রাজ্যকে এরকমটাই নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চল বেঞ্চ। পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে কলকাতা এবং হাওড়া সহ রাজ্যের সর্বত্র ১৫ বছরের পুরনো ব্যক্তিগত এবং বাণিজ্যিক সমস্ত গাড়ি বাতিল করতে হবে। এছাড়াও মঙ্গলবার পরিবেশ দূষণ নিয়ে আরো কয়েকটি নির্দেশ দিয়েছে আদালত।

যদিও ১৫ বছরের পুরনো গাড়ি বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপের কথা হলফনামা জারি করে জানিয়েছে রাজ্য সরকার। তবে পরিবেশ আদালতের পর্যবেক্ষণ থেকে উঠে এসেছে, এর আগে এই নির্দেশ কার্যকর করার জন্য কোন নির্দিষ্ট সময়সীমা ছিল না। এর ফলে রাজ্য কিছু পদক্ষেপ গ্রহণ করলেও এখনো পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতা এবং হাওড়ার রাস্তায় ১৫ বছরের পুরনো অনেক গাড়ি দেখা যায়। বাস বন্ধ হলেও, ব্যক্তিগত গাড়ি এখনো চলছে বহাল তবিয়তে। এই কারণেই এবার নতুন নির্দেশ কার্যকর করার জন্য ৬ মাস সময় বেঁধে দিল পরিবেশ আদালত।

অন্যদিকে গ্রীন ট্রাইব্যুনালের পক্ষ থেকে, পরিবেশ দূষণ রোধ করার জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, কঠিন বর্জ্য পদার্থ নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্কাশন করতে হবে। এছাড়া আলাদা করতে হবে ব্যবহারযোগ্য এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্য। তিন মাসের মধ্যে রাজ্যের পুলিশকে পর্যাপ্ত পরিমাণে শব্দসীমা নিয়ন্ত্রণ করতে হবে। টাস্ক ফোর্স গঠন করে রাজ্যের সমস্ত থানা অঞ্চলে নজরদারি করতে হবে। আগামী ৬ মাসের মধ্যে এই নতুন আদেশ কার্যকর না হলে রাজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।