বাংলা সফরে এসে ৪ হাজার কৃষকের সাথে গরম খিচুড়ি খেলেন নাড্ডা, সাথে উদ্বোধন করলেন রথযাত্রার
সভামঞ্চে নাড্ডা বললেন যে পিসি জয় শ্রীরাম স্লোগান শুনলে রেগে যায় কেন?
একুশে নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য পূর্ণ উদ্যমে কাজ শুরু করে দিয়েছে। এরই মধ্যে আবারও বাংলা সফরে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আজ মালদা ও নবদ্বীপে এসে রাজ্যে বিজেপির রথযাত্রা কর্মসূচির সূচনা করেছেন। এছাড়াও, আজ তিনি মালদাতে সহভোজ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। আসলে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবির বাংলা কৃষকদের বোঝাতে চায় যে তারা কৃষকদের পাশে আছে। তাই আজ ৩-৪ হাজার কৃষকের সাথে মালদায় একটি মাঠে তিনি মধ্যাহ্নভোজন করেছিলেন। সহভোজের মেনু কি ছিল খিচুড়ি, পাঁচমিশালী তরকারি ও পাঁচটি ভাজা। তিনি আজ সবার সাথেই মাটিতে বসে গরম গরম খিচুড়ি খেলেন। তারপর আঙুলের ইশারায় বুঝিয়ে দিলেন দারুন খেতে হয়েছে। তার সাথে খেতে বসেছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও অন্যান্য শীর্ষ নেতারা। তার সাথে আজ বসে মধ্যাহ্নভোজন করল বহু কৃষক।
নাড্ডা মধ্যাহ্নভোজন করার পর মালদার সভাতে দাঁড়িয়ে রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুলোধোনা করলেন। তিনি জোর গলায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী নির্বাচনে বিজেপি জয়যুক্ত হবে। তৃণমূল কংগ্রেসের সামনে দিয়ে বিজেপি রাজ্যে রাজত্ব করবে। এছাড়াও তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্ক প্রসঙ্গে বলেছেন, "আমি হেলিকপ্টারে করে আসার সময় সব জায়গায় জয় শ্রীরাম শুনলাম। দূর থেকে হাত নারলেই সবাই জয় শ্রীরাম বলে সম্বোধিত করছে। মমতাদি জয় শ্রীরাম শুনলে এত রেগে যায় কেন?" এছাড়াও তিনি বলেছেন যে একুশে নির্বাচনের পর বাংলার মানুষ হাত জড়ো করে পিসি ভাইপোকে তাড়িয়ে দেবে।