আটকে পড়া অমরনাথ যাত্রীদের জন্য এবার কন্ট্রোল রুম খুলল নবান্ন, দূর্গতদের পাশে থাকার বার্তা মমতার
অমরনাথের মেঘভাঙ্গা বৃষ্টিতে নিহত অন্তত ১৬ ও নিখোঁজ বহু
জম্মু ও কাশ্মীরের অমরনাথের পবিত্র গুহা মন্দিরের কাছে মেঘভাঙা প্রবল বৃষ্টির কবলে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন ইতিমধ্যেই, নিখোঁজ প্রায় জনা ৪০। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বিপদে থাকা যাত্রীদের মধ্যে পশ্চিমবঙ্গের বেশকিছু বাসিন্দারাও রয়েছেন।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের ধূপগুড়ি থেকে অমরনাথ দর্শনে গিয়ে বিপদে পড়েছে ৬ যাত্রীর একটি দল। এছাড়াও রয়েছে লেকটাউনের বাসিন্দা পূন্যার্থীরাও। এবার তাই নড়েচড়ে বসেছে নবান্ন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে কন্ট্রোলরুম। একটি নম্বর সার্কুলেট করা হচ্ছে, নম্বরটি হল ২২১৪-৩৫২৬। পাশাপাশি সর্বক্ষণ জম্মু কাশ্মীর প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে।
ট্যুইট করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "অমরনাথের বিপর্যয়ের খবর পেয়ে চমকে উঠেছি। যাঁরা সেখানে আটকে পড়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। দুর্গতদের পরিবারকে সবরকম সহযোগিতা করা হবে।" প্রসঙ্গত, নবান্ন মারফত খবর অনুযায়ী, জলপাইগুড়ির ১০-১২ জন পূন্যার্থীর একটি দলকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। আপাতত সরকারের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে তীর্থযাত্রা।