তৃণমূলে ফিরছেন কি মুকুল রায়? জল্পনার অবসান করে টুইট করলেন নিজেই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/05/2021   শেষ আপডেট: 08/05/2021 9 p.m.
মুকুল রায়

টুইট করে মুকুল রায় নিজেকে "বিজেপির সৈনিক" বলে দাবি করেছেন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে এবার গেরুয়া শিবিরকে বিরাট ব্যবধানে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তার মাঝেও কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। কিন্তু তার জয় সম্বন্ধে বা দলের লজ্জাজনক হার সম্বন্ধে তাকে কোনো মন্তব্য করতে শোনা যায়নি। এমনকি গতকাল তিনি বিধানসভায় এসে বিধায়ক হিসেবে শপথগ্রহণ করার পর বাক্য ব্যয় না করে চলে যান। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছিল যে তাহলে হয়তো মুকুল রায় ফের তৃণমূলে ফিরে আসবেন।

গতকাল থেকে বঙ্গ রাজনীতিতে মুকুল রায়ের রাজনৈতিক অবস্থা সম্বন্ধে উথালপাথাল হলেও শেষ পর্যন্ত আজ সকালে মুকুল রায় নিজেই একটি টুইট করে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি আজ টুইট করে বলেন, "রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিজেপির সৈনিক হয়ে কাজ করব। আমার অনুরোধ সবাই সমস্ত জল্পনা বাদ দিন। আমি আমার রাজনৈতিক পথেই স্থির আছি।" তার এই টুইটে এটা স্পষ্ট যে তিনি বিজেপির অনুগত সৈনিক হিসাবে কাজ করবেন।