"রক্তচোষা রাজ্যপাল", ধনখড়কে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা টুইট রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/05/2021   শেষ আপডেট: 23/05/2021 5:34 p.m.
জগদীপ কল্যাণ twitter.com/KBanerjee_AITC

নারদ মামলায় গ্রেপ্তারির পিছনে রাজ্যপালের হাত আছে বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আবারও খবরের শিরোনামে রাজ্য-রাজ্যপাল সংঘাত। বাংলার ক্ষেত্রে এই ব্যাপার এখন প্রায় প্রতিনিয়ত হয়ে উঠেছে। নারদ মামলায় চার হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার প্রসঙ্গে রাজ্যপালকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি রাজ্যপালকে "রক্তচোষা" বলে সরাসরি কটাক্ষ করেছেন যা স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি করেছে। আসলে গত সোমবার সকালে নাটকীয়ভাবে নারদ মামলায় গ্রেপ্তার হন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চ্যাটার্জি। এই গ্রেফতারির পিছনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) হাত আছে বলে দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজ্যপালকে কটাক্ষ করে বলেছেন, "রাজ্যপাল সকাল থেকে সন্ধ্যা অবধি তৃণমূলের পিছনে পড়েছে। উনি রক্তচোষা। রাজ্যপালের মোবাইল ল্যান্ডলাইন বা ওনার সাথে যারা রয়েছেন তাদের ফোন খতিয়ে দেখলে বোঝা যাবে গ্রেপ্তারির পিছনে উনি রয়েছেন।" এছাড়াও তিনি বলেছেন, "সংবিধান অনুযায়ী ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যাবে না। তবে আমি সবাইকে বলছি সব থানায় ধনখড়ের বিরুদ্ধে মামলা করুন। উনি যখন রাজ্যপাল থাকবেন না, তখন ওনার বিরুদ্ধে কেস শুরু হয়ে যাবে। বলা যায়না প্রেসিডেন্সি জেলেই হয়তো ঠাঁই পাবেন।"

কল্যান বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে পাল্টা টুইট করেছেন জগদীপ ধনখড়। তিনি বলেছেন, "আমি স্তম্ভিত"। এছাড়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বিষয়ে তৃণমূল সাংসদকে কটাক্ষ করে বলেছেন, "উনি উন্মাদের মতো কথা বলছেন। দলে ওনার কোন গুরুত্ব নেই।"