অত্যধিক করোনা সংক্রমণ, ১৪ই জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন মেদিনীপুর পৌরসভায়
পশ্চিম মেদিনীপুরের অত্যধিক করোনা সংক্রমনের ঘটনায় বেশ আতঙ্কিত সাধারণ মানুষ
সারা রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ ক্রমাগত উপর নিচ করে চলেছে। কখনো হয়তো করোনা সংক্রমণ বাড়ছে আবার কখনো হয়তো তা কমছে। রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ কয়েকদিন ধরে তুলনামূলকভাবে করোনা সংক্রমণ বাড়ছে এবং কলকাতা বাদে রাজ্যের অন্যান্য জেলা গুলির মধ্যে পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমনের হার বেশ উপরের দিকে। একাধিক পদ্ধতি অবলম্বন করে পশ্চিম মেদিনীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ হার কমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু, কোনভাবেই এই সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এবারে সেই পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন একটি বৈঠক করার সিদ্ধান্ত নেয়। তারা জানিয়েছে আগামী ১৪ই জুলাই পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভা এলাকাতে সম্পূর্ণ লকডাউন থাকবে। জরুরী পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।
আগামী বুধবার সকাল থেকে এ বিষয়ে বিস্তারিত মাইকিং করে ঘোষণা করা শুরু করবে পুলিশ প্রশাসন। এছাড়াও জেলা প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই মেদিনীপুর এবং খরগপুর পৌরসভা কনটেইনমেন্ট জোন এর মধ্যে পড়ে গিয়েছে। অন্যদিকে ঘাটাল, নারায়ণগড় এবং কেশিয়াড়ি, গরবেতা সহ বিভিন্ন এলাকায় কনটেইনমেন্ট জোন করা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডক্টর রশ্মী কমল। পশ্চিম মেদিনীপুরে বর্তমানে বিগত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০০ এর বেশি মানুষ। পশ্চিম মেদিনীপুর ছাড়া বাকি জেলায় ১০০ এর নিচে সংক্রমণ রয়েছে কিন্তু, সবথেকে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এই বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।