মার্কশিট চুরি বিশ্বভারতীতে, ব্যাপক চাঞ্চল্য ক্যাম্পাসে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/07/2022   শেষ আপডেট: 29/07/2022 4:51 p.m.
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় - visvabharati.ac.in

এমএ, এমএড, বিএড-এর মার্কশিট চুরি হয়েছে

রবীন্দ্রনাথের নোবেল চুরির ঘটনা তো সবার‌ই জানা, আর এবার রবীন্দ্রনাথের নিজের হাতে গড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) থেকে চুরি গেল পড়ুয়াদের মার্কশিট (Marksheet)! ঘটনার জেরে চাঞ্চল্য ক্যাম্পাসে। জানা গিয়েছে বিশ্বভারতীর বিনয় ভবনের (Binay Bhawan) এমএ, এমএড, বিএড-এর মার্কশিট চুরি গিয়েছে। মার্কশিট বিতরণের মাঝে এমন আশ্চর্যকর ঘটনা ঘটায় প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে বিশ্বভারতী। তবে সেইবার সঙ্গীত ভবনের প্রশ্নপত্র চুরি গিয়েছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। যদিও পুলিশে এখন‌ও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। প্রশ্ন উঠছে, বিশ্বভারতীর কড়া নিরাপত্তার মাঝে কিকরে এহেন ঘটনা ঘটল।

উল্লেখ্য, অনলাইন পরীক্ষার দাবিতে পরীক্ষা প্রায় বয়কট করতে বসেছিল পরীক্ষার্থীরা। মাস্টার্সের ছাত্রছাত্রীরাও ছিল তাদের মধ্যে। পরীক্ষা শেষমেষ অফলাইনেই হয়েছে যদিও। এই মার্কশিট চুরির ক্ষেত্রে সেই ঘটনার যোগসাজেশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।