পর্যটকবোঝাই নৌকায় অগ্নিকান্ড সুন্দরবনে
নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচলো সকলেরই
সুন্দরবনের আজমলমারি জঙ্গলে বেড়াতে যাবার পথেই ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে পড়লো চল্লিশ জন যাত্রী বোঝাই পর্যটকদের নৌকা। তবে প্রত্যেকেই শেষে উদ্ধার পেয়েছেন ও নিরাপদে আছেন।
রবিবার বারাসাত থেকে ৩৫ জন পর্যটক সমেত 'মা সর্বমঙ্গলা' নামে নামখানার একটি নৌকা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিন দুপুরে বন দফতরের অনুমতিতে যাত্রীবোঝাই নৌকাটি রামগঙ্গা থেকে সুন্দরবনের বনি ক্যাম্প অভিমুখে যাত্রা করে। নৌকায় রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিসংযোগ ঘটে ও দ্রুত ছড়িয়ে পড়ে নৌকাজুড়ে। বিপদ বুঝে ৩৫ জন পর্যটক ও ৫ জন কর্মী প্রত্যেকেই নদীতে ঝাঁপ দেন ও সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। সহায় হয় একটি মৎস্যজীবীদের নৌকা। তাঁরাই এগিয়ে এসে উদ্ধার করেন প্রত্যেককে এবং স্থানীয় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্পিড বোটে করে ৪০ জনকেই বনি ক্যাম্পে পৌঁছে দেন। নৌকাটি সমগ্রই ভস্মীভূত হয়ে যায় ও পর্যটকদের প্রত্যেকেই সুস্থ আছেন বলে জানান বারুইপুর পুলিশ।