ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু
বেহালা জয়শ্রী পার্কের ঘটনা
সোমবার সকালে বেহালার জয়শ্রী পার্কের কাছে গাড়ি চালানো শিখতে গিয়ে গাড়িসহ পদ্মপুকুরে ডুবে যান এক প্রৌঢ় ও তার চালক। নার্সিংহোমে নিলে প্রৌঢ়কে মৃত ঘোষণা করা হয়।
এদিন বছর চৌষট্টির অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়র অশোক রায় নিজের গাড়িতে চালককে পাশে বসিয়ে নিজে চালকের আসনে বসে গাড়ি চালানো শিখছিলেন জয়শ্রী পার্কের সন্নিহিত এলাকায়। মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাঁচিল ও তারপর একটি গাছে ধাক্কা মেরে সোজা পুকুরে নেমে যায় গাড়িটি। জলে নেমে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে গেলে অশোকবাবুকে মৃত ঘোষণা করা হয় এবং সহকারী চালক আপাতত চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে অশোকবাবুর গাড়ি তাঁর প্রতিবেশী সুভাষ চালাতেন এবং এদিনও গাড়ি নিয়ে বেরোনোর আগে সুভাষকে ডেকে পাঠান। পুলিশ জানান সুভাষ তাঁকে নিষেধ করলেও তিনি নিজেই চালকের আসনে বসেন। অশোকবাবুর বড় ছেলে অরিন্দম বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার যিনি খবর পাওয়া মাত্রই কলকাতা এসে পৌঁছন এবং ছোট ছেলে অভিষেক পোশাক ডিজাইনার। স্থানীয়রা এই পদ্মপুকুরের নীচু পাঁচিল নিয়ে অভিযোগ জানান কারন এর আগেও একইভাবে বহু দুর্ঘটনায় সাক্ষী থেকেছেন তারা। আপাতত বেহালা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।