অংশীদার হিসেবে সংস্থায় যুক্ত হয়ে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি, পুলিশের জালে মালদহের ওই জালিয়াত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/07/2021   শেষ আপডেট: 18/07/2021 7:27 a.m.

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতার একটি জনপ্রিয় ওয়েবসাইট থেকে প্রায় ৩৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ওই ব্যক্তি

সংস্থার অংশীদার হিসেবে কাজ করতে এসে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অপরাধে মালদহের ইংলিশ বাজারের অমৃতি এলাকার এক যুবককে গ্রেফতার করল মালদহ থানার পুলিশ। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে  ওই ব্যক্তি কে নিজের হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর। কিন্তু ঐ ব্যক্তি করত কি? কলকাতার একটি ওয়েবসাইট অভিযোগ জানিয়েছে, ইংরেজবাজার এর অমৃতি এলাকার পার্থসারথি সাহা নামে একজন ব্যক্তি তাদের কোম্পানিতে অংশীদার হিসেবে কাজ করতে এসে ইতিমধ্যেই কমিশন ছাড়া ৩৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। খবরটি চাউর হয়ে যাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ।

অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানা সঙ্গে সহযোগিতা গ্রহণ করে কলকাতা পুলিশ। তারপর সরাসরি তাকে গ্রেফতার করা হয়। ইংরেজবাজার থানা পার্থসারথি সাহা নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর সাইবারক্রাইম বিভাগ তাকে নিজেদের হেফাজতে নেয়। কলকাতা পুলিশ তাকে দুদিনের জন্য ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য মালদা জেলা আদালতে আবেদন করে। ইতিমধ্যেই ওই আবেদন মঞ্জুর করা হয়েছে বিচারকের তরফ থেকে। এই মর্মে সরকারি আইনজীবী মেহতাব আলম বলেছেন, " অভিযুক্ত ওই যুবক একটি ওয়েবসাইটে অংশীদার হিসেবে কাজ করতেন যেখান থেকে তিনি ৩৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছন।" পুলিশ সূত্রের খবর ইতিমধ্যেই তার বিরুদ্ধে প্রতারণা তথ্যপ্রযুক্তি আইন এবং আরও একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফ থেকে।