সন্দেহের বশে মারধরের পর শ্বাসরোধ করে স্ত্রীকে খুন, তদন্তে পুলিশ
সাত বছর আগে পেশায় পুলিশ কর্মী জয়ন্ত মণ্ডলের সঙ্গে বিয়ে হয় মাম্পি মণ্ডলের (বর্তমান বয়স ২৫)
সন্দেহের বশে ডিউটির লাঠি দিয়ে মারধরের পর শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল পুলিশকর্মীর বিরুদ্ধে। মৃত স্ত্রীর নাম মাম্পি মণ্ডল (২৫)। অভিযোগ, খুন করে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাগানে শাড়ির ফাঁস দিয়ে স্ত্রীর দেহ গাছে ঝুলিয়ে দেয় অভিযুক্ত। ঘটনা জানাজানি হতেই, ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। গণপিটুনির হাত থেকে রক্ষা পেতে অবশেষে স্থানীয় থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্বামী। ঘটনাটি ঘটেছে মালদহের পুকুরিয়া থানার পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খনিবাথান এলাকায়।
সাত বছর আগে পেশায় পুলিশ কর্মী জয়ন্ত মণ্ডলের সঙ্গে বিয়ে হয় মাম্পি মণ্ডলের। তাঁদের চার এবং এক বছরের দু’টি পুত্রসন্তানও রয়েছে। মৃতার পরিবারের তরফে দায়ের হয়েছে মামলা। অন্যদিকে গ্রামবাসীরাও ক্ষিপ্ত এই ঘটনায়। পুলিশ সূত্রের খবর, পূর্ণ তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, খুনের পর দেহ যে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা স্পষ্ট। কারণ, হাঁটু ভাজ করে বসা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে। অন্যদিকে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতার দেহ।