জাল নোট পাচারকান্ডে অভিযুক্ত মালদহের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র
ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত ওই স্কুল ছাত্রকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ
এবার জাল নোট পাচারকান্ডে অভিযুক্ত খোদ সপ্তম শ্রেণীর ছাত্র! স্বাভাবিকভাবেই হতবাক স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত ওই স্কুল ছাত্রকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ। খবর, এদিন অভিযুক্তের স্কুলের কাছ থেকেই জাল নোট-সহ সপ্তম শ্রেণীর মেধাবী পড়ুয়াকে আটক করে কালিয়াচক থানার পুলিশ। সোমবার চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গোপালগঞ্জ এলাকায়।
পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোপালগঞ্জের সাধারিটোলা এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত নাবালকের নাম আব্দুল সালাম (১২)। মালদহের একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সে। তার কাছ থেকে ৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। তবে অবাক করা বিষয়, ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র সে। পুলিশের ধারণা, যাতে কারোর কোনও সন্দেহ না হয়, সেজন্য জাল নোট পাচারকারী চক্র এখন অল্প বয়সী স্কুল পড়ুয়াদের নিয়ে কাজ করছে। তবে ওই পড়ুয়া কেন পাচারকারীদের সঙ্গে কাজ করেছে, তাও জানতে মরিয়া পুলিশ আধিকারিকেরা। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।