অবশেষে ইচ্ছেপূরণ, দীর্ঘ অপেক্ষার পর নতুন দায়িত্ব মদনের হাতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/11/2021   শেষ আপডেট: 23/11/2021 10:51 p.m.
-facebook

দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন কোন একটি দায়িত্ব পাওয়ার জন্য। অবশেষে পরিবহন নিগমের গুরুত্বপূর্ণ পদে এলেন মদন মিত্র

বিধানসভা নির্বাচনে জয়লাভের পর তাকে কোন পদ দেওয়া না হওয়ায় তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। দলনেত্রীর বিরুদ্ধে কোনো ক্ষোভ প্রকাশ না করলেও কোথাও না কোথাও তার মনে একটা কষ্ট ছিল। তিনি হলেন বাংলার রাজনীতির সব থেকে রঙিন ছেলে মদন মিত্র। তবে এবারে তার দুঃখের দিন শেষ। বাংলার পরিবহন নিগমের নতুন চেয়ারম্যান হিসেবে অভিষেক হলো কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের। তবে, শুধুমাত্র মদন মিত্র না, এদিন আরো একজন তৃণমূল নেতার পদ বদল হয়েছে। তবে আজকের সবথেকে বড় লাইমলাইট কিন্তু মদন মিত্র।

মঙ্গলবার পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে, এবার থেকে বাংলার পরিবহন নিগমের চেয়ারম্যান হিসেবে আসতে চলেছেন বিধায়ক মদন মিত্র। ইতিমধ্যেই তিনি পরিবহন নিগমের আধিকারিকদের সঙ্গে পরিচয় পর্ব সেরে ফেলেছেন। এর আগে যদিও তিনি পরিবহন মন্ত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন। তবে এবারে তাকে কোন দপ্তর দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই আক্ষেপ পূরণ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবারে  বাংলার একটি গুরুত্বপূর্ণ পদে তাকে বসালেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে বেজায় খুশি মদন মিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মদন মিত্র বললেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে নতুন দায়িত্ব শুরু করলাম আজ থেকে। আমি নিজের দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী যা বলছেন, তাই অক্ষরে অক্ষরে পালন করেছেন। আজকেও তার অন্যথা হলো না। আমি নতুন দপ্তরে কাজ করতে পেরে অত্যন্ত খুশি।' তবে শুধুমাত্র মদন মিত্র নয়, আজকে আরো একজন তৃণমূল নেতা একটি গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে আজ থেকে কাজ শুরু করলেন উত্তরবঙ্গের জনপ্রিয় তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। এই দুই নেতার নতুন জার্নি এবার কেমন চলে এখন সেটাই দেখার।