লকেটের চোখে বিষাক্ত রাসায়নিক ছুঁড়েছে তৃণমূল, কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি তারকা প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2021   শেষ আপডেট: 28/03/2021 2 p.m.
-

গতকাল চুঁচড়াতে ভোট প্রচার করতে বেরিয়ে ঘটনাটি ঘটে

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলায়। গতকাল রাজ্যের ৫ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফা ভোটগ্রহণপর্ব সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যতদিন না ভোটের ফলাফল আসছে ততদিন তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। এরই মাঝে গতকাল চুঁচড়ায় ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ জানিয়েছেন, "গতকাল টোটোয় চড়ে প্রচার করতে বেরোনোর সময় একটি জায়গায় রং খেলার অনুষ্ঠান চলছিল। সেখানে কয়েকজন মহিলা আমাকে টোটো থেকে নামতে অনুরোধ জানালে আমি তাদের সাথে রং খেলতে চাই। কিন্তু এরই মাঝে তৃণমূল ব্যাচ পড়া কয়েকজন মহিলা আমার দিকে বিষাক্ত রাসায়নিক ছুঁরে দেয়। আর তার জেরে চোখে অসহ্য জ্বালা করে।"

গতকালের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ঘটনার দায় তৃণমূল কংগ্রেসের ওপর ঠেলে দেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি কার্যত কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, "একজন মহিলার উপর এমন অত্যাচার কি করে কেউ করতে পারে তা আমি ভাবতে পারি না।" সেই সাথে এই তারকা প্রার্থী ঘটনা নিয়ে কমিশনের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অবশ্য ঘটনার দায় অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বিদ্রুপ করে বলেছেন, "লকেটের সব সভা ফ্লপ হয়। জিততে পারবে না বুঝতে পেরে এখন নাটক করছে।"