বাংলা জুড়ে লকডাউন ফের নতুন রূপে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/07/2020   শেষ আপডেট: 23/07/2020 10:31 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

আগামীকাল পশ্চিমবঙ্গ জুড়ে সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন

ভারতের মতো এরাজ্যে করোনা সংক্রমণ প্রতিদিন নতুন রেকর্ড তৈরি করছে।এই পরিস্থিতির মোকাবিলার জন্য এখন থেকে সপ্তাহে দু'দিন করে লকডাউনের এই সিদ্ধান্ত বলে স্বরাষ্ট্র সচিব সূত্রে খবর।চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এবং আগামী সপ্তাহের বুধবার এই লকডাউন হতে চলেছে।

কলকাতা লকডাউন twitter @Monideepa62

এই লকডাউন সম্পূর্ণ ভাবে বলবৎ করার জন্য পুলিশ-প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো।কলকাতা ও রাজ্য পুলিশকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের ছোট বড় বাজারগুলিতে মাইক নিয়ে প্রচার করতেও দেখা যায়।ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বেশ কিছু পুরসভা এলাকায় কঠোর লকডাউন বলবৎ থাকলেও রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বলে খবর।এই পরিস্থিতির মোকাবিলা করাই প্রশাসনের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ।