রেলগেটের দাবিতে নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর হল্ট স্টেশনে মতুয়াদের অবরোধ, চরম ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/06/2022   শেষ আপডেট: 10/06/2022 10:46 a.m.
https://www.facebook.com/profile.php?id=100025267110719

ঘন্টা তিনেকের পর উঠে যায় অবরোধ, চরম ভোগান্তির শিকার সাধারণ যাত্রীদের

রেলগেট বন্ধ করে দেওয়ায় চরম অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। বারবার রেল কর্তৃপক্ষকে বলার পরেও মেলেনি কোন সুরাহা। উপায়ান্তর না পেয়ে রেল অবরোধের সিদ্ধান্ত নিলেন সাধারণ মানুষ। যার জেরে অফিস টাইমে চরম ভোগান্তির শিকার সাধারণ যাত্রী। সূত্রের খবর, প্রায় ঘন্টা তিনেক অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে আশ্বাস পেয়ে সাধারণ মানুষ অবরোধ তুলে নিয়েছেন।

নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের তারকনগর হল্ট স্টেশনে শুক্রবার রেল অবরোধ ঘিরে চরম পরিস্থিতি তৈরি হয়। সেখানকার সাধারণ মতুয়া সম্প্রদায়ের মানুষ খোল, করতাল সহযোগে রেল লাইনের উপর দাঁড়িয়ে অবরোধ শুরু করেন। বারবার বলার পরেও তাঁরা অবরোধ তোলেননি। রেল কর্তৃপক্ষের স্পষ্ট জবাব ছাড়া অবরোধ যে উঠবে না তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।

অবরোধের কারণ কী? এই তারকনগর হল্ট স্টেশনে কোন রেলগেট নেই। জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ লাইনের উপর দিয়ে পারাপার করেন। এলাকার মানুষ নিজেরাই বাঁশের রেলগেট তৈরি করেছিলেন। সম্প্রতি রেল কর্তৃপক্ষ সেইসব সরিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। যার ফলে সমস্যায় পড়েছেন অসংখ্য মানুষ। অনেকটা পথ তাঁদের ঘুরে আসতে হচ্ছে। সামনেই স্কুল খুললে সমস্যায় পড়বে পড়ুয়ারা। কারণ এই পথ দিয়েই অনেক পড়ুয়া যাতায়াত করে।

উন্মত্ত জনতা খোল করতাল নিয়ে রেল লাইনে বসে পড়েন। স্থানীয় মতুয়া সম্প্রদায়ের মানুষরা প্রতিবাদ দেখাতে থাকেন। দাবি ওঠে অবিলম্বে রেলগেট তৈরি করতে হবে। এই অবরোধের জেরে গেদে লোকাল আটকে যায়। কল্যাণীতে মৈত্রী এক্সপ্রেস আটকে পড়ে। যদিও ঘন্টা তিনেকের অবরোধের পর প্রশাসনের আশ্বাস মেলায় সেই অবরোধ উঠে গিয়েছে বলে সূত্রের খবর।