সেক্যুলার ফ্রন্টকে সঙ্গী করতে চায় বামেরা, এখনো দোটানায় কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/02/2021   শেষ আপডেট: 08/02/2021 11:36 a.m.
বিমান বসু, আব্বাস সিদ্দিকী, অধীর চৌধুরী

ধর্মনিরপেক্ষভাবে রাজনীতি করতে হবে : আব্বাসকে নির্দেশ অধীরের

রবিবার আসন ধরে বাম কংগ্রেসের আলোচনায় ২৩০ টি আসন পর্যন্ত রফা চুড়ান্ত হলেও এখনো ৬৪ টি আসনে সিদ্ধান্ত গ্রহণ করা বাকি আছে। সূত্রের খবর, এর মধ্যে প্রায় একশোরও বেশী আসন কংগ্রেসের জন্য বরাদ্দ হয়েছে এবং বাকি আসনগুলোর মধ্যে কয়েকটি ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সেক্যুলার ফ্রন্টকে দিতে রাজি বামেরা। তবে এখনো বাম জোটসঙ্গী কংগ্রেসের তরফ থেকে সেক্যুলার ফ্রন্টকে নিয়ে কোনোরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকালই আলিমুদ্দিনের বৈঠকে সেক্যুলার ফ্রন্টকে জোটে নেওয়ার কথা কংগ্রেসকে জানিয়ে দিয়েছে বামফ্রন্ট। এখন কংগ্রেসের মত নেওয়ার অপেক্ষা।

এর আগেই বাম-কংগ্রেসের সাথে জোটে হাত মেলাতে চেয়ে বিমান বসুকে চিঠি দিয়েছেন আব্বাস সিদ্দিকী। তাই এদিন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট জানিয়েছেন, "আজকের আলোচনায় আইএসএফ-এর কথা আমরা কংগ্রেসকে বলেছি। কংগ্রেস বলেছে, আপনারা ওটা আলোচনা করুন। আমরা বলেছি, দু’পক্ষ মিলেই আলোচনা করতে হবে। আলাদা ভাবে নয়। আইএসএফ-এর সঙ্গে বোঝাপড়া হোক এটা যেমন আমরা চাই, তেমনি এতে কংগ্রেসকেও প্রয়োজন আছে বলে আমরা মনে করি।" তবে অধীর চৌধুরী জানান, আব্বাস তাদের কোনো চিঠি দেয়নি এই বিষয়ে, আলোচনা হলেও তা একেবারেই প্রাথমিক পর্যায়ে এবং কোনোকিছুই চূড়ান্ত হয়নি। আব্বাসকেও অধীরবাবু বলেন ধর্মনিরপেক্ষভাবে রাজনীতি করতে পারলে তবেই কংগ্রেস তাদের পাশে থাকবে। আব্বাসের ৪৪টি আসন দাবি করা প্রসঙ্গে বিমানবাবু বলেন, ওই দাবি মেনে নেওয়া যাবেনা এবং বাম-কংগ্রেসের মাঝে বোঝাপড়ায় কোনো ক্ষতি যাতে না হয়, সেটাও মাথায় রাখতে হবে।