জন সচেতনতায় লেকটাউন ট্রাফিক-গার্ড

পৃথ্বীশ ব্যানার্জী
প্রকাশিত: 31/07/2020   শেষ আপডেট: 05/08/2020 3:52 p.m.
twitter @KPSouthDiv

লেকটাউন ট্রাফিক পুলিশের তরফ থেকে জন সচেতনতা বৃদ্ধির প্রচার চালানো হচ্ছে

করোনার মতো জটিল পরিস্থিতিতে পুলিশের কাজ অনেকাংশে বৃদ্ধি পেলেও, তারা যথেষ্ট মানবিকতার সাথে পরিস্থিতির মোকাবিলা করে চলেছেন। লেকটাউন ট্রাফিক পুলিশের তরফ থেকে বিভিন্ন অঞ্চলে একাধিক ট‍্যাবলোর মাধ্যমে জন সচেতনতা বৃদ্ধির প্রচার চালানো হচ্ছে। এমনকি বাড়ির বাইরে বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক তাও প্রচার করছেন তারা। কেউ মাস্ক না পরলে তাকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দিচ্ছেন পুলিশ আধিকারিকেরা।

কিন্তু বহু ট্যাবলোর মাধ্যমেও প্রচার করার পরও বহু মানুষকে মাস্ক ছাড়া ঘুরতে ও যত্র-তত্র থুতু ফেলতে দেখা যাচ্ছে। তবে পুলিশকর্মীরদের আশা নিরন্তর সচেতনতার প্রচার চালিয়ে গেলে অবশ্যই এই মহামারী থেকে পরিত্রাণ সম্ভব।