বেসরকারি স্কুলের ফি সংক্রান্ত নির্দেশিকা কলকাতা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/10/2020   শেষ আপডেট: 29/10/2020 5:16 a.m.

করোনা কারণে টিউশন ফি-তে ২০% ছাড়, দিতে হচ্ছে না নন অ্যাকাডেমিক ফি

করোনার জেরে বন্ধ স্কুল, কিন্তু তবু টাকা গুনতে হচ্ছে অভিভাবকদের। অনলাইন ক্লাস, সবাই বাড়িতে, তবু দিতে হচ্ছে বিদ্যুতের ফি, স্কুল বাসের ফি, ল্যাবের ফি-র মতো অনেক রকমের টাকা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে অভিভাবক সংগঠন।

মঙ্গলবার বিচারপতি সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করলো। তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১ এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবর্ষে কোনো বেসরকারি স্কুল নন অ্যাকাডেমিক ফি নিতে পারবে না। সাথে টিউশন ফি তেও ২০% ছাড় দিতে বাধ্য থাকবে স্কুল কর্তৃপক্ষ। একইসাথে কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর বেতন বাড়ানো যাবে না করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত।

কলকাতা ও কলকাতা সংলগ্ন ১১২ টি স্কুল এই নির্দেশিকার আওতায় আছে। কোর্টের দেওয়া রায় তারা না মানলে আদালত অবমাননার শাস্তি হতে পারে কর্তৃপক্ষের। অথবা তারা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে।