উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে ৭ দিনের মধ্যে, কমিশনকে কড়া নির্দেশ হাইকোর্টের
আজকের শুনানিতে কমিশনের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি
আপার প্রাইমারি (Upper Primary) নিয়োগ সংক্রান্ত আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) একটি মামলা ছিল। কিছুদিন আগে উচ্চ প্রাথমিকে প্রায় ১৪৫০০টি শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কিন্তু সেই তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হয়। অভিযোগ করা হয় যে ইন্টারভিউ তালিকা ব্যাপক স্বজনপোষণ এবং দুর্নীতি করা হয়েছে। নূন্যতম যোগ্যতা থেকে অনেক বেশি নাম্বার থাকলেও ঠাঁই মেলেনি ইন্টারভিউ তালিকাতে। অন্যদিকে অনেক কম নম্বর পেয়ে ইন্টারভিউ তালিকায় নাম চলে এসেছে অনেকের। সেই ভিত্তিতে মামলার শুনানিতে কমিশনের কর্মকান্ড দেখে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি। আজকের শুনানির শুরুতে কমিশনের আইনজীবী উপস্থিত না থাকায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যাপক ক্ষুব্ধ হয়ে হাইকোর্টে কমিশনের চেয়ারম্যানকে ডেকে পাঠান।
গত মঙ্গলবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জানানো হয়েছিল। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে হাইকোর্টের পরবর্তী নির্দেশের আগে বন্ধ থাকবে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। তারপর আজ কমিশনের আইনজীবী উপস্থিত না থাকায় ব্যাপক ক্ষুব্ধ হয়ে কলকাতা হাইকোর্টের বিচারক বলেছেন, "স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কী ধরনের আধিকারিক এই কমিশনের দায়িত্বে আছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।" সেই সাথে তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী ৭ দিনের মধ্যে প্রাপ্ত নম্বর সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে। যাদের আবেদন খারিজ, তাদের নম্বর খারিজের কারণ দেখাতে হবে। আগামী শুক্রবার হাইকোর্টে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের শুনানি হবে।