বিধানসভা ভোটের আগে "হঠাৎ" উদার কেন্দ্র - রাজ্য
মানুষকে নিজেদের পক্ষে টানতে নতুন নতুন পদক্ষেপ
ভোট যত এগিয়ে আসছে তত যেন কল্পতরু হয়ে উঠছে কেন্দ্র থেকে রাজ্য সবাই। বহুদিন প্রাইমারি টেট পরীক্ষা বন্ধ। এইবার নাকি হবেই সেই পরীক্ষা। সেটা ছাড়াও একাধিক শূন্যপদ ঘোষণা হওয়ার পথে। কাল দেশের যুব সমাজ প্রধানমন্ত্রীর জন্মদিন National Unemployment Day হিসাবে উদযাপন করেছে। আর এদিকে বিগত কিছুদিনে রাজ্যে আবার চাকরির পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। দুদিক মিলিয়ে একটা অঘোষিত রাজনৈতিক যুদ্ধ তো চলছেই।
অন্যদিকে পশ্চিমবঙ্গ আর্থিক বছর শুরুর ৫ মাসের মধ্যেই সারা বছর রাজ্যের জন্য বরাদ্দ ১০০ দিনের কাজের প্রায় পুরোটাই শেষ করে ফেলেছে। ফলে বাকি সময় মানুষকে কিভাবে কাজ দেওয়া হবে সেই নিয়ে চিন্তায় ছিল রাজ্য সরকার। আর কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ কাজ বাড়িয়ে দিল। ফলে পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে বুক ফুলিয়ে বলতে পারার মতো একটা পয়েন্ট যোগ হয়ে রইলো বিজেপির হাতে।
একদিকে তৃণমূলের অনুব্রত মণ্ডল যে অঞ্চলে তৃণমূলের থেকে বিজেপির ভোট বেশি সেখানে উন্নয়নমূলক কাজ বন্ধ করার নির্দেশ দিচ্ছেন। আর অন্যদিকে কেন্দ্র সরকার বরাদ্দের থেকে আরও বেশি বেশি কাজ দিচ্ছে রাজ্যের মানুষকে।
ফলে ২০২১ এর ভোটকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক যুদ্ধ যে ভিতরে ভিতরে শুরু হয়ে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না।